বিজ্ঞান ও প্রযুক্তির ফেলোশিপ পেলেন কুবির দুই শিক্ষক 

কুবি প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২৩, ১৯:২১

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি খাত থেকে বিশেষ গবেষণায় অনুদানের জন্য ২০২৩- ২৪ অর্থবছরে ফেলোশিপ পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষক।

তারা হলেন, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খলিলুর রহমান ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল মাজেদ পাটোয়ারী।

সোমবার বিকেলে ফেলোশিপ পাওয়া দুজন শিক্ষক বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ১৮ ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয়ের যুগ্ম সচিব বিদ্যুৎ চন্দ্র আইচ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ইজ্ঞিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স ক্যাটাগরিতে ফেলোশিপ পাওয়া শিক্ষক হলেন, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল মাজেদ পাটোয়ারী। তার ফেলোশিপের সহযোগী হিসেবে আছেন একই বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রায়হান উদ্দিন।

ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরিতে ফেলোশিপ পাওয়া শিক্ষক হলেন, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খলিলুর রহমান। তার ফেলোশিপের সহযোগী হিসাবে আছেন একই বিভাগের সহকারী অধ্যাপক কামরুন নাহার কলি। ফেলোশিপপ্রাপ্ত ড. মো. আবদুল মাজেদ পাটোয়ারী পাবেন তিন লাখ টাকা এবং ড. মো. খলিলুর রহমান পাবেন আড়াই লাখ টাকা।

রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল মাজেদ পাটোয়ারী বলেন, সিলভার (Ag) প্লাজমোনিক উদ্দীপকের উপস্থিতিতে ফটোক্যাটালিটিক এবং ফটোঅ্যানোডিক ব্যবহারের জন্য সিলভার-জিংক অক্সসাইড পাতলা ফিল্মের ডিভাইস তৈরি- প্রকল্পটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক গৃহীত হয়। এ ডিভাইসটি সফলভাবে তৈরি করা গেলে তা দিয়ে সূর্যালোকের উপস্থিতিতে পানিকে ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেনকে আলাদা করা সম্ভব হবে ধারণা করা হয়। হাইড্রোজেন হলো একটি উৎকৃষ্ট ভবিষ্যৎ জ্বালানি। এ ধরনের প্রকল্পের মাধ্যমে বড় পরিসরে বিজ্ঞানীরা মূলত জ্বালানি সমস্যা সমাধানের উপায় বের করেন।

পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খলিলুর রহমান বলেন, গবেষণায় নিজেকে মনোনিবেশ রাখলে এসব ফেলোশিপ পাওয়া যায়। এরকম ফেলোশিপ পাওয়া ভবিষ্যতে আরও ভালো কাজের কাজের প্রতি অনুপ্রেরণা পাওয়া যাবে। গবেষণায় সবাই মনোযোগ দিলে বাংলাদেশ সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে উঠবে।

উল্লেখ্য, ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এই ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিষয়ক প্রকল্পের গবেষণার জন্য বিশেষ গবেষণা অনুদান দেওয়ার কার্যক্রম শুরু হয়।

(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/প্রতিনিধি/জেডএম)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

দেশের প্রথম ফারসি লিটল ম্যাগ ‘রোজনামচা’ এর মোড়ক উন্মোচন

সাত কলেজ ভর্তি পরীক্ষা: দ্বিতীয় স্থানে সোহরাওয়ার্দী কলেজের গোলাম রাব্বি

দীর্ঘ এক যুগ পর কমিটি পেল হাবিপ্রবি শাখা ছাত্রলীগ

মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যাপক এবং শিক্ষার্থীদের গ্রেপ্তার ও নির্যাতন নিন্দনীয়

শিল্প সমস্যা সমাধানে প্রযুক্তি উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান ইউজিসির

তিন দিনব্যাপী International Conference on Physics অনুষ্ঠিত

নানা আয়োজনে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবারও উত্তেজনা, মধ্যরাতে অস্ত্রের মহড়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একমাত্র ছাত্রীহলের নাম পরিবর্তন

প্রাক মুঘল আমলের ঢাকার ইতিহাস বের করার তাগিদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :