মধুমতি নদী নিয়ে পরশ রহমানের নান্দনিক কবিতা

পরশ রহমান
 | প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৬

শতবর্ষ পর যদি আমার ঠিকানা খোঁজ

মধুমতির তীরে খুঁজিবে আমার পদচিহ্ন

এখানেই আমি খুঁজেছি পথ

এখানেই আমি হারিয়েছি পথের বাক।।

শতবর্ষ পর যদি আমার ঠিকানা খোঁজ

মধুমতির চরে কাশবনে পাবে আমায়

বাবুই, শালিক, চড়ুই যেখানে বাধে বাসা

অস্তায়মান রক্তিম সূর্য ডেকে আনে নিঝুম সন্ধ্যা।।

শতবর্ষ পর যদি আমার ঠিকানা খোঁজ

মধুমতির নীল জলে পাবে আমায়

সারাদিন কুলকুল ধ্বনি আর

এলোমেলো বাতাস নিয়ে যায় অজানা তটে।।

শতবর্ষ পরে যদি আমার ঠিকানা খোঁজ

মধুমতির চরে সন্ধ্যায় পাবে আমায়

এখানে জোনাকিরা লুকিয়ে আলো দেয়

ঝোপঝাড় আর কাশবনের ফাঁকে ফাঁকে।।

শতবর্ষ পরে যদি আমার ঠিকানা খোঁজ

মধুমতির চরে আখ ক্ষেতে পাবে আমায়

সন্ধ্যার পরে শেয়াল, শকুনের ডাক

কুলকুল ধবনির সাথে মিলেমিশে একাকার।।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :