টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে আনসার সদস্য নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে রূপচাঁন (৫০) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার চর ভাবলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রূপচান টাঙ্গাইল সদর উপজেলার মগড়া গ্রামের হারু মণ্ডলের ছেলে। তিনি রেললাইন পাহারার দায়িত্বে ছিলেন।
নিহতের সহকর্মীরা জানান, সকালে ডিউটিরত অবস্থায় নিখোঁজ হন রূপচাঁন। পরে ডিউটি এলাকায় খোঁজাখুঁজি করে না পাওয়ায় তার বাড়িতে খবর দেওয়া হয়। এক পর্যায়ে বেলা ১১টার দিকে স্থানীয়রা আনসার সদস্যদের লাশ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
(ঢাকা টাইমস/২৮ডিসেম্বর/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন