ঘাটাইল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
টাঙ্গাইলের ঘাটাইল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান, সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল ) মো. মুনাদির ইসলাম চৌধুরী , টাঙ্গাইল জজ কোর্টের পিপি অ্যাডভোকেট এস আকবর খান ও ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়াসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
সাধারণ সভা শেষে নির্বাচন কমিশনার হিসেবে নতুন কমিটি ঘোষণা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
(ঢাকা টাইমস/২৮ডিসেম্বর/প্রতিনিধি/পিএস)
মন্তব্য করুন