ঘাটাইল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৯| আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৬
অ- অ+
বামে সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, মাঝে সাধারণ সম্পাদক মো. মাসুম মিয়া এবং ডানে কোষাধ্যক্ষ রেজাউল করিম খান রাজু।

টাঙ্গাইলের ঘাটাইল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান, সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল ) মো. মুনাদির ইসলাম চৌধুরী , টাঙ্গাইল জজ কোর্টের পিপি অ্যাডভোকেট এস আকবর খান ও ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়াসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

সাধারণ সভা শেষে নির্বাচন কমিশনার হিসেবে নতুন কমিটি ঘোষণা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

প্রেসক্লাবের সভাপতি পদে আজকের পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ কামাল হোসেন ও সাধারণ সম্পাদক পদে সমকাল পত্রিকার প্রতিনিধি মো. মাসুম মিয়াকে নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঘাটাইল প্রেসক্লাবের সদস্য সাজ্জাদ রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ (দিনকাল) ও আতা খন্দকার (ডেইলি সান), যুগ্ম সম্পাদক বিষ্ণু প্রিয় দীপ (ভোরের আকাশ) ও এবিএম আতিকুর রহমান (মানবজমিন), কোষাধ্যক্ষ রেজাউল করিম খান রাজু (দৈনিক ঢাকা টাইমস), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মনোয়ার হোসেন সোহেল ( দৈনিক জনতা)। কার্যনির্বাহী সদস্যরা হলেন নজরুল ইসলাম (দৈনিক কালের কণ্ঠ), মো.নূরুজ্জামান মিঞা (ইত্তেফাক) ও আনোয়ার হোসেন বকুল (দৈনিক ভোরের ডাক)।

(ঢাকা টাইমস/২৮ডিসেম্বর/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনার রমা দাশগুপ্ত থেকে টলিউডের মহানায়িকা সুচিত্রা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণে সেনাবাহিনী, প্রজ্ঞাপন জারি
শীতে ঠান্ডা পানি খেলে ওজন বাড়ে! কতটা সত্যি? কী বলছেন পুষ্টিবিদরা
অদম্য খালেদা জিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা