নড়াইলে পাখির সুরক্ষায় সচেতনতা শীর্ষক সেমিনার

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২৩, ২৩:৫০
অ- অ+

নড়াইলের অরূনিমা রিসোর্টের গলফ ক্লাবে পাখি সুরক্ষায় স্থানীয় সচেতনতা সৃষ্টি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার নড়াইলের নড়াগাতী থানার পানিপাড়ায় অরূনিমা রিসোর্ট গলফ ক্লাবে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াগাতী থানার মো. অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান।

অরূনিমা রিসোর্ট গলফ ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক ইরফান আহমেদের সভাপতিত্বে ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ট্রিয়াব) ফাউন্ডার প্রেসিডেন্ট খবির উদ্দিন আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি নড়াগাতী থানার মো. অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, অরূনিমা রিসোর্ট গলফ ক্লাব নড়াগাতী-নড়াইলের সম্পদ না। এটা সারা বাংলাদেশের সম্পদ। এটাকে রক্ষা করা আমাদের সকলের কর্তব্য।

তিনি বলেন, পাখি মহান আল্লাহ তায়ালার অপূর্ব সৃষ্টি। হাজার মাইল পাড়ি দিয়ে বিভিন্ন দেশ থেকে এসব পাখিরা আমাদের দেশে আসে। তারা আমাদের মেহমান। তাদের নিরাপদে থাকার ব্যবস্থা করা আমাদের দায়িত্ব। দেশের জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষাসহ প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনে বড় ধরনের অবদান রাখা পাখিদের রক্ষায় সকলকে কাজ করতে হবে।

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা