লৌহজং-টঙ্গীবাড়িতে বিএনপির লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০২৩, ১০:৪৪
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফলে মুন্সীগঞ্জের লৌহজং-টঙ্গীবাড়ি এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাইয়ূম ফকির, ছাত্রদলের কেন্দ্রীয় সহ- সাধারণ সম্পাদক আহি আহমেদ জুবায়ের, কলমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার তুহিন, অহিদসহ আরও অনেকে।

মুন্সীগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গীবাড়ী) সংসদীয় আসনের নেতা মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও ফ্লোরিডা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদারের তত্ত্বাবধানে লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লৌহজং ও টঙ্গীবাড়ী সদর উপজেলার বিভিন্ন স্থানে জনগণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। তারা জনগণকে ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান।

এরআগেও সরকারের পদত্যাগের একদফা দাবিতে হরতাল-অবরোধ সফলে বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদারের নির্দেশে মুন্সীগঞ্জের লৌহজং-টঙ্গীবাড়ী সড়কে মশাল মিছিল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার জানান, এখন নির্বাচনের নামে চলছে জনগণের সঙ্গে প্রতারণা। শুধু বাংলাদেশের জনগণ নয় গণতান্ত্রিক বিশ্ব এই নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে না। সুতরাং আগামী ৭ জানুয়ারি দেশপ্রেমিক জনগণ ভোট দিতে যাবে না। বিএনপি জনগণের ভোটাধিকার ও হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এখন জনগণকে সঙ্গে নিয়ে ভোট বর্জনে অসহযোগ আন্দোলন সফলের বিকল্প নেই।

(ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/জেবি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রশাসনের রদবদলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে জনগণ মেনে নেবে না: আমিনুল 
অ্যাম্বুলেন্সে অক্সিজেন মাক্স পড়ে শুয়েছিলেন রোগী, অতঃপর গন্তব্য ডিবি অফিস!
জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় প্রাপ্তি গুমের শিকার মানুষদের মুক্তি: উপদেষ্টা মাহফুজ
ছাত্রদলের সকল স্তরে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন হবে: নাছির 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা