নড়াইলে পাখি সুরক্ষায় সচেতনতা সৃষ্টি শীর্ষক সেমিনার

নড়াইল প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০২৩, ১১:০২
শপথ বাক্য পাঠ করাচ্ছেন ওসি মো. মুস্তাফিজুর রহমান।

নড়াইলের নড়াগাতীতে ‘পাখি সুরক্ষায় স্থানীয় সচেতনতা সৃষ্টি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে নড়াগাতী থানার অন্তর্গত পানিপাড়ায় রিসোর্ট গলফ ক্লাবে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক ইরফান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত সকলকে অতিথি পাখি শিকার না করতে শপথ বাক্য পাঠ করান নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান।

ওসি বলেন, অতিথি পাখি হাজার মাইল পাড়ি দিয়ে বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে আসে। তারা আমাদের মেহমান। তাদের নিরাপদে থাকার ব্যবস্থা করা আমাদের দায়িত্ব। দেশের জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষাসহ প্রকৃতির সৌন্দর্য বর্ধনে বড় ধরনের অবদান রাখা পাখিদের রক্ষায় সকলকে কাজ করতে হবে। এ সময় তিনি সকলকে পাখি শিকার না করার আহ্বান জানান এবং পাখি শিকারের শাস্তি সম্পর্কে অবহিত করেন।

(ঢাকা টাইমস/২৯ডিসেম্বর/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :