ঈগলে ভোট দিলে গোমতীর মাটি লুট বন্ধ হবে: আবুল কালাম আজাদ

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২৩, ২২:১০

কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী আবুল কালাম আজাদ বলেছেন, ঈগল পরিবর্তনের প্রতীক। ঈগলে ভোট দিলে গোমতী নদীর চর থেকে অবৈধ ভাবে বালু লুট বন্ধ হবে। সিএনজি-অটো থেকে জিবির নামে চাঁদাবাজি বন্ধ হবে।

শনিবার বিকালে উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের কোটনা-নূরপুর এলাকায় এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, চারদিকে ঈগলের গণজোয়ার উঠেছে। আগামী ৭ জানুয়ারি ঈগল প্রতীক আপনাদের ভোটে বিজয়ী হবে। এতে শুধু নেতার পরিবর্তনই হবে না, নীতিরও পরিবর্তন হবে। ঈগল দেবিদ্বারে নতুন দিন নিয়ে আসবে। যারা বলছে জোর জবরদস্তি করে ভোট কেটে নেবে, ৭ জানুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে তাদের উৎখাত করা হবে।

এ সময় বক্তব্য দেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ইকবাল হোসেন রাজু, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল আলীম, সাবেক সদস্য হাজী তুহিন, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, তথ্য ও গবেষনা সম্পাদক মিজানুর রহমান, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক ফরিদ উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাউসার হায়দার, উপজেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম প্রমুখ।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :