বৃহত্তম বন্দি বিনিময় করল রাশিয়া-ইউক্রেন 

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১২:০৯ | প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২৪, ১২:০১

ইউক্রেন এবং রাশিয়া বলেছে, তারা দুই শতাধিক বন্দী সৈন্য বিনিময় করেছে, যা কর্মকর্তারা এখন পর্যন্ত যুদ্ধের সবচেয়ে বড় বন্দী বিনিময় হিসাবে বর্ণনা করেছেন। খবর এএফপির।

বুধবার প্রায় একযোগে বিবৃতিতে রাশিয়া এবং ইউক্রেন ঘোষণা করেছে, সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় আলোচনার পর প্রত্যেকে ২০০ জনেরও বেশি সৈন্য ফিরে পেয়েছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক মাধ্যম টেলিগ্রামে ইউনিফর্ম পরা সৈন্যদের উদযাপনের একটি ভিডিও পোস্ট করে বলেছেন, ‘আমাদের ২০০ জনেরও বেশি সৈন্য এবং বেসামরিক নাগরিককে রাশিয়ার বন্দিদশা থেকে ফিরে এসেছে।’

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘আমাদের ২৪৮ সেনাকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং তাদের চিকিৎসা ও মানসিক সহায়তা দেওয়া হচ্ছে।’

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত বলেছে, বন্দিবিনিময়ের চুক্তিটি রাশিয়া এবং ইউক্রেন উভয়ের সঙ্গে তার ‘দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ প্রতিফলিত করে।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আক্রমণের পর থেকে দুই পক্ষ কয়েক বার বন্দি বিনিময় করেছে, কিন্তু গত বছরের শেষার্ধে তা থমকে যায়। এছাড়া কোন পক্ষই তাদের হেফাজতে কতজন বন্দী রয়েছে তা প্রকাশ করেনি।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনে ‘সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে মারাত্মক সংঘাত শুরু হয় ইউরোপে। প্রায় দুই বছর ধরে চলা এই যুদ্ধে দুপক্ষের প্রায় ৩ লাখ সেনা হতাহত হয়েছে। এছাড়া রাশিয়ার হামলায় ইউক্রেনের প্রায় ১০ হাজার বেসামরিকের প্রাণ গেছে। বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ।

(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ব্রাজিলে ভারী বর্ষণ ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ 

গাজা পুনর্গঠনে সময় লাগবে কয়েক দশক, খরচ ৪০ বিলিয়ন ডলার: জাতিসংঘ

পাকিস্তানের কারাকোরাম হাইওয়েতে বাস উল্টে নিহত ২০, আহত ২১

মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েলবিরোধী বিক্ষোভ, যা বললেন বাইডেন

শ্লীলতাহানির অভিযোগ: গ্রেপ্তার ঠেকাতে রাজভবনে পুলিশ প্রবেশে নিষেধাজ্ঞা দিলেন রাজ্যপাল

গাজায় ‘মানবিক ট্র্যাজেডি’: ইসরায়েলের সঙ্গে বাণিজ্য স্থগিত করলো তুরস্ক

ইউরোপে তিন বছরে নিখোঁজ ৫০ হাজারের বেশি অভিবাসী শিশু

হামাসকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান ব্লিঙ্কেনের

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল ইরান

কেনিয়ায় বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৯

এই বিভাগের সব খবর

শিরোনাম :