ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ৫

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ২০:৪৩ | প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৪, ১৯:১৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি নির্বাচন দাবি করে তা বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরিতে ভোলায় হরতাল সমর্থনে বিএনপি মিছিল বের করলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শুক্রবার জামার নামাজ শেষে উকিলপাড়া নিজাম হাসিনা মসজিদের সামনে থেকে হরতাল সমর্থনে মিছিলটি বের হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, বশির হাওলাদার, নির্বাহী সদস্য ইয়ারুল আলম লিটন, তরিকুল ইসলাম কায়েদ, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মনিরসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আলামিনসহ বিএনপির ৫ নেতাকর্মী আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের পর বিএনপি নেতাকর্মীরা উকিলপাড়া নিজাম হাসিনা মসজিদের সামনে থেকে মিছিল বের করে। পুলিশ মিছিলে বাধা দেয় ও ব্যানার ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ল্যাব এইড নামে একটি বেসরকারি ক্লিনিকের দরজার গ্লাস ভেঙে যায়।

জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম জানান, এ ঘটনায় তাদের ৫ নেতাকর্মী আহত হয়েছেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা জানান, পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় পুলিশের কোনো সদস্য গুরুতর আহত হননি এবং বিএনপির কোনো নেতাকর্মী আটক হয়নি।

(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন: কাদের মির্জার বিরুদ্ধে প্রার্থীর লিখিত অভিযোগ

চেক জালিয়াতি মামলায় ইউপি সদস্য জেল হাজতে

নির্বাচিত হয়েও ভোটে অংশ নিতে হচ্ছে সালথার ওয়াহিদুজ্জামানকে

সেতুমন্ত্রীর ভাই শাহাদাত অনুসারীদের বিরুদ্ধে পুলিশের মামলা, পালিয়ে বেড়াচ্ছেন অনেকে

কাপ্তাইয়ে  উচ্চফলনশীল বীজ ও রাসায়নিক সার বিতরণ

শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে খোকনের দায়িত্ব গ্রহণ

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০

শ্রীপুরে পানিতে ডুবে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চান্দিনা উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন স্থগিত 

বাসায় ঢুকে গৃহবধূর মাথায় পিস্তল ঠেকিয়ে যা করলেন ডিবি কর্মকর্তা

এই বিভাগের সব খবর

শিরোনাম :