পিরোজপুরের তিনটি আসনের ৪২০ কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম

পিরোজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৪, ১৪:০২
অ- অ+

পিরোজপুরের তিনটি আসনের ৪২০টি ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম। আসনগুলো হলো, পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিপুর ও ইন্দুরকানী), পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া)।

শনিবার বেলা ১১টায় জেলার ৭টি উপজেলার নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এসব সরঞ্জাম পাঠানো শুরু হয়।

৩টি আসনে ১২টি রাজনৈতিক দলের ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনগুলোতে মোট ভোটার সংখ্যা ৯ লাখ ৭৪ হাজার ৯৭২ জন। পুরুষ ভোটার ৪ লাখ ৯২ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ৪ লাখ ৮২ হাজার ৮৭৩ জন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, জেলার ৪২০টি ভোট কেন্দ্রের মধ্যে ১৩০টি ঝুঁকিপূর্ণ। তবে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নৌপথে অসুস্থ শিশুকে দ্রুত চিকিৎসা সহায়তা কোস্টগার্ডের
পরকীয়ার জেরে পুলিশ সদস্য স্বামীকে হত্যা: স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করল যাত্রাবাড়ী থানা পুলিশ
প্রাণঘাতী গুলি না ব্যবহারের অনুরোধ সায়ানের, পুলিশের কাউন্সিলিংয়ের পরামর্শ নিপুনের
উত্তরায় বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা