বরিশালে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে ভোটের সরঞ্জাম 

বরিশাল ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৪, ১৪:৩৩
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের জন্য বরিশালের ৬টি আসনের কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম। এই আসনগুলোতে নিরাপত্তায় থাকবে ২৪ হাজার আইনশৃঙ্খলা বাহিনী। ভোটগ্রহণে প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন, রিটানিং কর্মকর্তা ও প্রশাসন। সকাল থেকেই বরিশাল-৫ (সদর) আসনের ১৭৬টি ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে প্লাস্টিকের ব্যালট বক্স, সিল, স্টিকারসহ প্রায় ২০ রকমের সরঞ্জামি।

প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে পুলিশ, আনসারসহ ১৬ জনের একটি টিম পরিবহণ সহ কেন্দ্রগুলোতে আজই পাঠানো হচ্ছে। এছাড়া উপকূলীয় নদী বেষ্টিত অঞ্চলে ট্রলার বা নৌযানে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ভোটের সরঞ্জামি পাঠানো হয়।

বরিশালের ৬টি সংসদীয় আসনে মোট ৮২৭টি ভোটকেন্দ্র। যার কক্ষ সংখ্যা চার হাজার ৯৭১টি। এর মধ্যে কিছু কেন্দ্র কে কম ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে নির্বাচন করা হয়।

কেন্দ্রে মোবাইল, স্ট্রাইকিং ও অফিসারদের সব বুঝিয়ে দেয়া হয়। প্রতিকেন্দ্র ১৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি টহল, সেনাবাহিনী, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব থাকবেন। আগামীকাল সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে।

(ঢাকা টাইমস/০৬জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরকীয়ার জেরে পুলিশ সদস্য স্বামীকে হত্যা: স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করল যাত্রাবাড়ী থানা পুলিশ
প্রাণঘাতী গুলি না ব্যবহারের অনুরোধ সায়ানের, পুলিশের কাউন্সিলিংয়ের পরামর্শ নিপুনের
উত্তরায় বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, জরুরি অবস্থা জারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা