বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে আহতদের দেখতে যাচ্ছে আ.লীগের প্রতিনিধিদল

রাজধানী গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে আহতদের দেখতে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে যাবে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল।
শনিবার বিকাল ৪ টায় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানার নেতৃত্বে একটি প্রতিনিধিদল বেনাপোল এক্সপ্রেসে অগ্নিসন্ত্রাসে আহতদের দেখতে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে যাবে বলে জানিয়েছেন দলটির উপদপ্তর সম্পাদক সায়েম খান।
শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৮টি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্বৃত্তদের দেওয়া এ আগুনে চারজন নিহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/জেএ/এমআর)

মন্তব্য করুন