ট্রেনে আগুন: আহতদের খোঁজ-খবর নিয়ে অনুদান দিলেন ঢাকা জেলা প্রশাসক

রাজধানীতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নি সংযোগের ঘটনায় আহত ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন এবং আর্থিক অনুদান প্রদান করেছেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
শনিবার সন্ধ্যায় তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইন্সটিটিউটে যান। এসময় তিনি আহতদের খোঁজ খবর নেন ও পরিবারের স্বজনদের প্রতি সমবেদনা জানান।
জেলা প্রশাসক আনিসুর রহমান ঘুরে ঘুরে আহত ব্যক্তিদের কথা শোনেন এবং তাদের প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। এসময় তিনি ৯ জনকে ১৫ হাজার করে মোট ১ লাখ ৩৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।
(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/এম/এসআইএস)
মন্তব্য করুন