নির্বাচনে মোতায়েন করা সেনাদের দেখতে কক্সবাজার এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৪, ২২:১২
অ- অ+

আগামীকাল রবিবার অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোতায়েন করা সেনা সদস্যদের দেখতে এবার কক্সবাজার এলাকা পরিদর্শনে গেলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শনিবার সেনাপ্রধান কক্সবাজার এলাকায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন। সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষেইন এইড টু দি সিভিল পাওয়ারএর আওতায় অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য কক্সবাজার এরিয়ায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। পরিদর্শনকালে তিনি সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করার পাশাপাশি কর্তব্যরত সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এসময় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১০ পদাতিক ডিভিশন এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া ছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেইন এইড টু দি সিভিল পাওয়ারএর আওতায় জানুয়ারি থেকে অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/এসএস/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নৌপথে অসুস্থ শিশুকে দ্রুত চিকিৎসা সহায়তা কোস্টগার্ডের
পরকীয়ার জেরে পুলিশ সদস্য স্বামীকে হত্যা: স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করল যাত্রাবাড়ী থানা পুলিশ
প্রাণঘাতী গুলি না ব্যবহারের অনুরোধ সায়ানের, পুলিশের কাউন্সিলিংয়ের পরামর্শ নিপুনের
উত্তরায় বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা