চাঁদপুরে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার মধ্যরাত ১২টা থেকে ৭ জানুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টা চাঁদপুর নৌ সীমানায় কোনো ধরনের লঞ্চ ও ইঞ্জিন চালিত সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে ইঞ্জিন চালিত ক্ষুদ্র নৌযান ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত হবে বলে জানা গেছে।
শনিবার রাতে বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন চাঁদপুর নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক মো. বছির আলী খান।
এ বিষয়ে বিআইডাব্লিউটিএ চাঁদপুর নদী বন্দর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ থেকে নির্বাচন সংক্রান্ত বিশেষ নৌ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এতে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশনার সচিবালয়, নৌ পরিবহন মন্ত্রণালয় ও চাঁদপুর জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তার পৃথক স্মারকে নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়।
(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/ইএইচ)
মন্তব্য করুন