ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ১০:৫৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি নির্বাচনি আসনে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আসনগুলোর ৭৬১টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

জেলার ৬টি আসনে মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৮৩ হাজার ৫৩৩ জন। আসনগুলোতে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে নির্বাচনকে নির্বিঘ্ন শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ১২ হাজারেরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানা যায়, সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ১৮ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রায় হাজার পুলিশ, ১৮ প্লাটুন বিজিবি, ্যাবের ১৩টি টিম, সশস্ত্র বাহিনীর ২৭টি টিম বিপুল পরিমাণ আনসার সদস্য।

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/প্রতিনিধি/ঢাকাটাইমস

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :