টাঙ্গাইল-৮ 

একটি কেন্দ্রের দুটি বুথে সোয়া ঘণ্টায়ও ভোট পড়েনি 

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:০০
অ- অ+

সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর সোয়া ঘণ্টায়ও ভোট পড়েনি। টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বাসাইল উপজেলার কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দুটি বুথে ভোটারহীন সকাল কাটিয়েছেন ভোটগ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তারা।

এ দুটি বুথে ৫০৬জন ভোটার রয়েছে বলে জানা গেছে।

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বাসাইল উপজেলার কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা মো. মজনু মিয়া বলেন, রবিবার সকাল ৮টা থেকে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। কিন্তু ওই দুইটি বুথে সোয়া এক ঘণ্টায়ও কোনো ভোটারও আসেনি। তিনি বলেন, কলিয়া ও সেহরাইল গ্রাম মিলে কলিয়া গঠিত কেন্দ্রে ৩১৮৬ জন ভোটার রয়েছে। এরমধ্যে সেহরাইল গ্রামের ভোটার ৫০৬ জন। গ্রামটি গ্রামটি একটু দূরে এজন্য ভোটার আসতে সময় লাগছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার যানজটের অপ্রতিরোধ্য প্রভাব-যন্ত্রণা এবং তার সমাধান
মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত দেবে নির্বাচিত সংসদ: তারেক রহমান
রাজনৈতিকভাবে একটা অস্বাভাবিক পরিস্থিতিতে বাস করছি: মির্জা ফখরুল 
মেঘনায় কাঙ্খিত ইলিশ না পেলেও ধরা পড়ছে বিভিন্ন প্রজাতির মাছ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা