টঙ্গীতে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ২ আসনে (গাজীপুর সদর-টঙ্গী) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও আসনটির টঙ্গীর বিভিন্ন কেন্দ্র ভোটার উপস্থিতি কম। তবে দুপুরের দিকে তুলনামূলকভাবে ভোটার উপস্থিতি কিছুটা বেড়েছে।
অপরদিকে গাজীপুর-৫ আসনের পূবাইলের বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে, রবিবার সকালে, হারবাইদ, তালটিয়া, নন্দীবাড়ি, পূবাইল উচ্চ বিদ্যালয়, টঙ্গীর নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়, রওশন এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মজিদা, সরকারি উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে এমন চিত্র।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে নৌকা প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীদের এজেন্ট কেন্দ্রে উপস্থিত হতে দেখা গেছে।
টঙ্গীর নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইটিং অফিসার মো. জাকির হোসেন বলেন, শীতের সকাল হওয়ায় ভোটার উপস্থিতি তুলনামূলক কম। আমার কেন্দ্রে সকল প্রার্থীদের পোলিং এজেন্ট নেই। বেলা বাড়লে ভোটার উপস্থিতি বাড়তে পারে।
এবারের গাজীপুর-২ আসনের নির্বাচনে আসনটিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ওস্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে মো. আলিম উদ্দিন বুদ্দিন, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) সাইফুল ইসলাম, জাতীয় পার্টির জয়নাল আবেদিনসহ আরও চারজন প্রার্থী রয়েছেন।
আসনটিতে মোট ৭৭৯৭২৬ জন। এদের মধ্যে ৩৯১৩৭০ জন পুরুষ, ৩৮৮৩৪৭ নারী ও ৯ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
(ঢাকাটাইমস/৭জানুয়ারি/এআর)

মন্তব্য করুন