ভোলার ৪টি আসনে নৌকার জয়

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ২৩:৪৩
অ- অ+

ভোলার চারটি সংসদীয় আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থীরা। ভোলা-১ (সদর) আসনে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। তিনি পেয়েছেন এক লাখ ৮৬ হাজার ৭৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. শাহজাহার মিয়া (লাঙ্গল) পেয়েছেন পাঁচ হাজার ৯৮০ ভোট।

ভোলা-২ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আলী আজম মুকুল। তিনি পেয়েছেন এক লাখ ৫৯ হাজার ৩২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গজনবী (জেপি) পেয়েছেন তিন হাজার ১৯১ ভোট।

ভোলা-৩ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন এক লাখ ৭১ হাজার ৯২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মেজর (অব.) মো. জসিম উদ্দিন পেয়েছেন ১৭ হাজার ৮৮৬ ভোট।

ভোলা-৪ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি পেয়েছেন দুই লাখ ৪৫ হাজার ৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মিজানুর রহমান (লাঙ্গল) পেয়েছেন পাঁচ হাজার ৯২৮ ভোট।

জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক আরিফুজ্জামান বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করে বলেন, ভোলায় ভোট কাস্ট হয়েছে ৫০ দশমিক ১ শতাংশ।

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা