সরকারি চাকরিতে ক্যাডার বৈষম্য, সুখবর দিলেন জনপ্রশাসনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৪, ১৮:৩৩| আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১৮:৪৭
অ- অ+

সরকারি চাকরিতে ক্যাডার বৈষম্যের বিরুদ্ধে সুখবর দিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। বিভিন্ন ক্যাডারের মধ্যে চলমান বৈষম্য শূন্যে আনার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন তিনি।

পদোন্নতি পেয়ে একই মন্ত্রণালয়ে সদ্য নিয়োগ পাওয়া জনপ্রশাসনমন্ত্রী প্রথম কার্যদিবসে রবিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেছেন, ক্যাডার বৈষম্যের বিষয়গুলো ইতোমধ্যে যথার্থভাবে দেখার চেষ্টা করা হয়েছে। সামনের দিনে এগুলো নিয়ে কাজ করার সুযোগ থাকবে। তারা (সরকার) চাইবে এই বৈষম্য যাতে শূন্যে আসে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

সরকারের নতুন মেয়াদে কর্মসংস্থানের ওপর বেশি জোর থাকবে জানিয়ে তিনি বলেন, এ জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে।

ফরহাদ হোসেন এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হয়ে তিনি মন্ত্রিসভায় পদোন্নতি পেয়ে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এর আগে একাদশ সংসদ নির্বাচনে তিনি এমপি হয়ে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছিলেন।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা