সাভারের ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৪, ১২:২৯| আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১২:৩২
অ- অ+

সাভার মডেল থানার ধর্ষণ মামলার প্রধান আসামি সৈয়দ আশফি আহম্মেদকে(২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-২। গত শনিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম জানান, গ্রেপ্তারকৃত আসামি আশফি আহম্মেদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিকটিমের পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে আশফি ভিকটিমকে বিয়ের আশ্বাস দিয়ে গত ২০২২ সালের ৪ অক্টোবর সাভারের ভাটপাড়া রেডিও কলোনি এলাকায় ভাড়া বাসায় নিয়ে দুই মাস যাবত ধর্ষণ করে। এতে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পরেন।

সন্তান হওয়ার পর বিয়ে করবে বলে তাকে কৌশলে বুঝিয়ে ভিকটিমকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় আশফি। এরপর গতবছরের ২ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছেলে সন্তান হয় প্রসব করেন ভিকটিম। সন্তান হওয়ার পরও বিবাহের কথা বললে, আশফি বিভিন্ন প্রকার তালবাহানা শুরু করে। এরপর সে ভিকটিমের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। ভিকটিম নিরুপায় হয়ে এ বিষয়ে সাভার মডেল থানায় একটি মামলা করেন। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব এ বিষয়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাত দশটায় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে আশফি আহম্মেদকে গ্রেপ্তার করে র‌্যাব।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক সিইসিকে জুতাপেটা-লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দল নেতা আটক
মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপে’র সদস্য ইয়াসিন গ্রেপ্তার
আবারও বাড়ল গুম কমিশনের মেয়াদ
কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা