ভালুকায় দেশীয় অস্ত্র ও পিকআপসহ ৩ ডাকাত আটক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৪, ১৯:৪৯
অ- অ+

ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপ ভ্যান ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।মঙ্গলবার রাতে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের প্রশিকা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বুধবার সকালে এ তথ্য জানান ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ।

আটককৃতরা হলেন- নান্দাইল উপজেলার মকবুল হোসেন (৩৭), করিমগঞ্জ থানার দীপক (২১) ও রাজন (৩০)।

ভালুকা মডেল থানার পরিদর্শক তদন্ত জাহাঙ্গীর আলম জানান, আটককৃতরা আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবত তারা দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলেন। ডাকাতির প্রস্তুতির সময় গোপন সংবাদের ভিত্তিতে ৩ জনকে আটক করতে পারলেও দৌড়ে পালিয়ে যায় আরও ৭ জন।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বুধবার সকালে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা