রাজশাহীতে ৫ কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি আটক

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৪, ২৩:২৩
অ- অ+

রাজশাহীতে র‌্যাব-৫ এর বিশেষ অভিযানে ৫ কেজি ১শ গ্রাম হিরোইনসহ রোকসানা নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চরকোদালকাটি শান্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

রাতে র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় তিনি জানান, র‌্যাব-৫ এর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চরকোদালকাটি শান্তিপাড়া এলাকায় রোকসানার বাড়িতে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে রোকসানা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে নারী র‌্যাব সদস্যের সহায়তায় তাকে আটক করা হয়।

পরে তার বাড়ির আঙ্গিনায় খড়ের স্তুপের নিচে মাটির দুই ফিট গভীরে বিশেষ কায়দায় পোতা অবস্থায় ৫ কেজি ১শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্যে ৫ কোটি ১০ লাখ টাকা।

র‌্যাব-৫ এর সদর দপ্তরে জিজ্ঞাসাবাদে রোকসানা দীর্ঘদিন ধরে এক ব্যক্তির মাধ্যমে সীমান্তের ওপার থেকে হেরোইন নিয়ে এসে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিল বলে স্বীকার করে।

তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই শীর্ষ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা