বরিশালে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

বরিশাল ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৪, ১০:৩৮| আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১১:১৭
অ- অ+

বরিশাল নগরে মেহেদি হাসান মিঠুন (৩৫) নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর রাজাবাহাদুর সড়কের মহিলা ক্লাবের সামনে এ ঘটনা ঘটেছে বলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক জানিয়েছেন।

আহত মেহেদি হাসান মিঠুন (৩৫) নগরের ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি। সে নগরের সিএন্ডবি রোড ১ নম্বর পোল এলাকার আবুল কালাম আজাদের ছেলে।

মিঠুনের অভিযোগ, হত্যার উদ্দেশ্যে মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাসের নেতৃত্বে তার ওপর এ হামলা চালানো হয়েছে।

তিনি জানান, শ্বশুর বাদশা চৌধুরীকে বাসায় নামিয়ে দিয়ে মোটরসাইকেল নিয়ে বঙ্গবন্ধু উদ্যানের উদ্দেশে আসছিলেন তিনি। সড়কের মহিলা ক্লাবের সামনে পৌঁছালে প্রদীপ, হাসান ও তপুসহ ৪/৫ জন তার পথরোধ করে। মোটরসাইকেল থামানোর পর তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো শুরু করে। এ সময় সে চিৎকার দিলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, ধারালো অস্ত্রের আঘাতে ডান হাতের আঙুল ও পা মারাত্মক জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

অভিযোগ অস্বীকার করে মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাস বলেন, আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। মিঠুন মাদক ব্যবসা করে। সেই ব্যবসার বিরোধ নিয়ে কেউ হয়তো হামলা করেছে। এখন সেই দোষ আমার ওপর দেওয়ার চেষ্টা করছে।

কোতোয়ালি মডেল থানার ওসি আরিচুল হক জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/প্রতিনিধি/পিএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা