কুড়িগ্রামে ৯ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা, বন্ধ প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষাপ্রতিষ্ঠান

কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রাথমিক ও মাধ্যমিকের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
এ দিকে রবিবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাত ও দিনের তাপমাত্রা প্রায় কাছাকাছি হওয়ায় দুপুর পর্যন্ত বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে।
দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা মিলছে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য কিছুটা উত্তাপ ছড়ালেও বিকেল হতেই তাপমাত্রা আবারও নিম্নগামী হচ্ছে। গরম কাপড়ের অভাবে অনেকেই খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শীত নিবারণে জেলার ৯ উপজেলায় প্রায় ৭০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ রকম তাপমাত্রা আরও দুই একদিন অব্যাহত থাকতে পারে।
(ঢাকাটাইমস/২১জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

মন্তব্য করুন