খুলনায় পিকআপের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৪, ১৩:২৮| আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১৩:৩০
অ- অ+

খুলনায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপের সঙ্গে ধাক্কা খেয়ে নাহিদ (১৭) নামে মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছেন।

শনিবার রাত ১১টার দিকে নগরীর নতুন বাজার লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ নতুন বাজার চর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন খান বলেন, নগরীর লঞ্চঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা মাছের পিকআপের পেছনে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলে থাকা তিন আরোহীর দুজন গুরুতর আহত হযন। তাদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাহিদ নামে একজনকে মৃত ঘোষণা করেন। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের লাশ হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনআরবিসি ব্যাংকের ২০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত
পঞ্চগড় সদর বিএনপির সম্মেলন: সভাপতি দাউদ, সম্পাদক বাবু
এডিবি-আইএমএফের সহায়তা ছাড়াই বাস্তবসম্মত বাজেট দেওয়া সম্ভব: অর্থ উপদেষ্টা
বগুড়ায় বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা