প্রেমিকার সঙ্গে অভিমান করে ওমানে বাংলাদেশি যুবকের আত্মহত্যা

প্রেমিকার সঙ্গে অভিমান করে ওমানের রাজধানী মাস্কাটে সফি উল্যাহ শাকিল (২৪) নামে এক বাংলাদেশি যুবক আত্মহত্যা করেছেন।
স্থানীয় সময় শনিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত শাকিল নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ড করালিয়ার কাশেম মিয়ার নতুন বাড়ির শহীদ উল্যার ছেলে।
নিহতের ছোট ভাই আবদুল্লাহ জানান, ১১ মাস আগে জীবিকার তাগিদে তার বড় ভাই শাকিল ওমানের মাস্কাট শহরে যান। সেখানে তিনি ইলেকট্রিক পাইপ ফিটারের কাজ করতেন। শনিবার সকালে মাস্কাটে তার থাকার ঘরের পাশে একটি নির্মাণাধীন ভবনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন সকালে কোম্পানির ফোরম্যান বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন বলে জানান তিনি।
আবদুল্লাহ বলেন, পরিবারের সকলের সঙ্গে ওইদিন রাতেও কথা বলেছিলেন শাাকিল। আমরা যতটুকু জেনেছি তিনি দেশে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। তার সঙ্গে অভিমান করে শাকিল এ ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি। শাকিলের মৃতদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন আবদুল্লাহ।
(ঢাকাটাইমস/২১জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন