প্রেমিকার সঙ্গে অভিমান করে ওমানে বাংলাদেশি যুবকের আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৪, ১৫:০০| আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১৫:১৪
অ- অ+
সফি উল্যাহ শাকিল (ছবি-সংগৃহীত)।

প্রেমিকার সঙ্গে অভিমান করে ওমানের রাজধানী মাস্কাটে সফি উল্যাহ শাকিল (২৪) নামে এক বাংলাদেশি যুবক আত্মহত্যা করেছেন।

স্থানীয় সময় শনিবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত শাকিল নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ড করালিয়ার কাশেম মিয়ার নতুন বাড়ির শহীদ উল্যার ছেলে।

নিহতের ছোট ভাই আবদুল্লাহ জানান, ১১ মাস আগে জীবিকার তাগিদে তার বড় ভাই শাকিল ওমানের মাস্কাট শহরে যান। সেখানে তিনি ইলেকট্রিক পাইপ ফিটারের কাজ করতেন। শনিবার সকালে মাস্কাটে তার থাকার ঘরের পাশে একটি নির্মাণাধীন ভবনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন সকালে কোম্পানির ফোরম্যান বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন বলে জানান তিনি।

আবদুল্লাহ বলেন, পরিবারের সকলের সঙ্গে ওইদিন রাতেও কথা বলেছিলেন শাাকিল। আমরা যতটুকু জেনেছি তিনি দেশে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। তার সঙ্গে অভিমান করে শাকিল এ ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি। শাকিলের মৃতদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন আবদুল্লাহ।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনআরবিসি ব্যাংকের ২০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত
পঞ্চগড় সদর বিএনপির সম্মেলন: সভাপতি দাউদ, সম্পাদক বাবু
এডিবি-আইএমএফের সহায়তা ছাড়াই বাস্তবসম্মত বাজেট দেওয়া সম্ভব: অর্থ উপদেষ্টা
বগুড়ায় বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা