কোম্পানীগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, কথিত প্রেমিক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৪, ১৫:১৭
অ- অ+

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে কথিত প্রেমিক রুবেলকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার সকালে ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে রুবেল তার সহযোগী জামাল উদ্দীনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

এর আগে প্রাথমিক অভিযোগে শনিবার রাতেই পুলিশ রুবেলকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃত রুবেল উপজেলার রামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের স্বপন মিয়ার বাড়ির আবু বক্কর ছিদ্দিকের ছেলে। পলাতক অপর আসামি জামাল উদ্দিন একই এলাকার আবদুস সোবহানের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, রুবেল ধর্ষিতা উভয়ে একই এলাকার বাসিন্দা। গত - মাস আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ডিসেম্বর জামাল উদ্দিনের সহযোগিতায় তারা পার্শ্ববর্তী আমিন উল্যাহ সওদাগরের খামার বাড়িতে দেখা করতে যায়। সেখানে রুবেল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে বিয়ের কথা বললে রুবেল ওই কিশোরীর সঙ্গে নানা তালবাহানা করে এবং বিয়ের বিষয় এড়িয়ে যায়। পরবর্তী সময়ে রুবেল ওই কিশোরীকে বিয়ে না করে অন্যত্র বিয়ে করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, অভিযোগ পেয়ে দ্রুত সময়ের মধ্যে প্রধান অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে রুবেলকে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনআরবিসি ব্যাংকের ২০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত
পঞ্চগড় সদর বিএনপির সম্মেলন: সভাপতি দাউদ, সম্পাদক বাবু
এডিবি-আইএমএফের সহায়তা ছাড়াই বাস্তবসম্মত বাজেট দেওয়া সম্ভব: অর্থ উপদেষ্টা
বগুড়ায় বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা