ফেনীতে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় গ্রেপ্তার ৬

ফেনী সদর উপজেলার ফাজিলপুরে দিন দুপুরে দোকান থেকে লুট হওয়া ৭৫ ভরি স্বর্ণের মধ্যে ১১ ভরি ৪ আনা ও নগদ ১ লাখ ৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার জাকির হাসান।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার মুরাদনগর থানার মুকসাইর গ্রামের মৃত আলী হোসেনর ছেলে মো. আলাউদ্দিন (৩০), চট্টগ্রাম আনোয়ারা থানার পীরখাইন গ্রামের মৃত নাসিরের ছেলে মো. ফরহাদ (৩৯), চট্টগ্রাম বাকলিয়া থানার কালামিয়া বাজার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. বাদশা চৌধুরী (২৩), কুমিল্লার হোমনা থানার কামাল্লা কিপারামপুর গ্রামের মৃত জাহাঙ্গীর শিকদার প্রকাশ মজিবুর রহমানের ছেলে মো. সজিব প্রকাশ সুমন প্রকাশ শুক্কুর (২৬), একই জেলার মুরাদনগর থানার মোল্লাপাড়া গ্রামের মৃত মো. মজল হকের ছেলে মো. মিজান (২৮) ও একই জেলার দেবিদ্বার থানার পান্নারপুল গ্রামের মৃত আবুল হাসান এর ছেলে মো. শফিক প্রকাশ সোহেল প্রকাশ দাঁতলা শফিক (৩২)।
পুলিশ সুপার জানান, গত ১১ জানুয়ারি ফাজিলপুর বাজারের আলাদিন জুয়েলার্সের মালিক আলাউদ্দিন দুপুরে খাওয়ার উদ্দেশ্য দোকান বন্ধ করে বাড়িতে যায়। পরে বেলা তিনটার দিকে দোকানে ফিরে দেখতে পান তার দোকানের একটি শাটার খোলা।
দোকানে প্রবশ করে দেখতে পান তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৭৫ ভরি স্বর্ণ অলঙ্কার ও ক্যাশ ভেঙে ৩০ হাজার টাকা নেই। যার আনুমানিক মূল্য ৮২ লাখ ৫০ হাজার টাকা। পরবর্তীতে তিনি পুলিশকে খবর দিলে এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে উপরোক্ত ৬ আসামিকে গ্রেপ্তার করে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, থোয়াই মারমা, ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরীসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/২২জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

মন্তব্য করুন