কুলাউড়ার চাঞ্চল্যকর জিলান হত্যা মামলার আসামি মিজু ঢাকায় আটক

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৪, ১২:১৫
অ- অ+

মৌলভীবাজারের কুলাউড়ায় হোসাইন মোহাম্মদ জিলান হত্যা মামলার প্রধান আসামি আব্দুল্লাহ আল মিজুকে (২২) আটক করেছে ্যাব।

রবিবার (২১ জানুয়ারি) ্যাব-১০ এর অ্যাডজুটেন্ট অফিসার সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পূর্বশত্রুতার জেরে গত বছর জুলাই সন্ধ্যায় কুলাউড়া পৌরসভার দক্ষিণ বাজারের আয়েশা টেলিকমের সামনে মিজুসহ তার সহযোগীরা জিলানকে কুপিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা জিলানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে গত জুলাই রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনায় জিলানের বাবা মো. আব্দুল হামিদ বাদী হয়ে কুলাউড়া থানায় আব্দুল্লাহ আল মিজুসহ নয়জন এবং অজ্ঞাতনামা আরও থেকে জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মিজুকে গ্রেপ্তারের জন্য ্যাব-১০ এর অধিনায়ক বরাবর একটি পত্র দেন।

ওই পত্রের ভিত্তিতে শনিবার (২০ জানুয়ারি) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে আটক করে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ আল মিজু হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) কশৈন্যু জানান, মিজুকে সোমবার (২২ জানুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/পিএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনআরবিসি ব্যাংকের ২০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত
পঞ্চগড় সদর বিএনপির সম্মেলন: সভাপতি দাউদ, সম্পাদক বাবু
এডিবি-আইএমএফের সহায়তা ছাড়াই বাস্তবসম্মত বাজেট দেওয়া সম্ভব: অর্থ উপদেষ্টা
বগুড়ায় বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা