সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গণপিটুনিতে মিলন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এলাকাবাসীর অভিযোগ ওই যুবক ডাকাত দলের লিডার।
মঙ্গলবার দুপুরে (নাসিক) ৪ নম্বর ওয়ার্ডের আটিগ্রাম এলাকায় তাকে মারা হয়েছে। ডাকাতদের মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।
নিহত মিলনের পিতার নাম চোরা কাশেম। তারা ওই এলাকার স্থানীয় বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত ওই ডাকাত লিডার আটিগ্রামসহ পুরো ওয়ার্ডজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। সে এলাকাবাসীকে বিভিন্ন সময়ে হামলা চালিয়ে বা বাসাবাড়িতে প্রবেশ করে স্বর্ণালংকারসহ টাকাপয়সা লুট করতো। গত ১৯ জানুয়ারি ওই এলাকার এক মসজিদের ইমামের বাসায় দলবদ্ধ হয়ে ডাকাতি করে। এরপর গতকাল রাতে তার দলের দুজন সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
তারা আরও বলেন, আজ দুপুর ১টার পর একটি মোটরসাইকেলযোগে নিহত মিলন ও জনিসহ তিনজন সেই এলাকার স্থানীয় বাসিন্দা শাহজাহানকে (দুবাই শাজাহান) দুটি রামদা নিয়ে হামলা করার চেষ্টাকালে বিক্ষুব্ধ জনতা মসজিদের মাইকে ঘোষণা করে গণপিটুনি দেন। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থা তাকে হাসপাতালে পাঠালে সেখানকার কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেছেন, গণপিটুনির শিকার ব্যক্তি মৃত্যুবরণ করেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হবে।
(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এআর)

মন্তব্য করুন