এক দিনে সড়কে ঝরল ১০ প্রাণ, ৭ জনই মোটরসাইকেল আরোহী

দেশের ৫ জেলায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে ও দুই কলেজশিক্ষার্থীসহ ১০ জন নিহত হয়েছেন। রবিবার দিবাগত মধ্যরাত থেকে গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন কক্সবাজারে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্রী, ময়মনসিংহে অটোরিকশা যাত্রী মা-মেয়েসহ ৩ জন, চট্টগ্রামে একই মোটরসাইকেল আরোহী ৩ জন, কিশোরগঞ্জে মোটরসাইকেল আরোহী দুইজন ও চুয়াডাঙ্গায় মোটরসাইকেল আরোহী একজন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর:
কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ফারহানা আফরি শিফা (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। তিনি কক্সবাজারের রামু কচ্ছপিয়া ইউনিয়নের টিচার পাড়া এলাকার আফছার উদ্দিনের মেয়ে ও কক্সবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শহিদুল আমিন (তানিব) নামে এক যুবক। গতকাল সোমবার দুপুরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত যুবক শহিদুল আমিন (তানিব) কক্সবাজার সদরের ইসলামাবাদ এলাকার বাসিন্দা। তিনি কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী বলে জানা গেছে। টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ
ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের ভাবকি-চেরুমন্ডল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুক্তাগাছা থানার পরিদর্শক (তদন্ত) মো. চাঁদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন-উপজেলার বিনোদবাড়ি গ্রামের হাসিনা বেগম (৩৫) ও তার ৩ বছর বয়সী মেয়ে আদিবা এবং দাওগাঁও গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মৃণাল চন্দ্র দাস (৬৫)। নিহত ও আহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মালবাহী ট্রাকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার বিকাল ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নয়াপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার পদুয়া ইউনিয়নের নয়াপাড়ার বাসিন্দা জালাল আহাম্মদের ছেলে নুরুল আবছার (৩৫), একই উপজেলার চুনতি ইউনিয়নের সোলতান বাপেরপাড়ার বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে জোবাইর (২৫) ও রাঙ্গুনিয়া উপজেলার দাইমারহাট এলাকার বাসিন্দা মো. বাবুলের ছেলে জাহেদ (২৭)। দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মুহাম্মদ এরফান জানান, তিন বন্ধু বাইকে চড়ে যাচ্ছিলেন। উপজেলার পদুয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকায় মালবাহী একটি ট্রাকের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ট্রাকচাপায় পিষ্ট হয়ে তিনজনই ঘটনাস্থলে মারা যান।
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের মিঠামইনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল সোমবার বিকালে উপজেলার ঢাকী সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মিঠামইন উপজেলার চানপুর গ্রামের আতাউর রহমানের ছেলে ইয়াছিন (২৫) ও সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে আমীর আলী (২০)। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে মিঠামইনের ঢাকী সেতুর দক্ষিণ পাশে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পাশের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুজন নিহত হন। আহত হন মিজানুর রহমান নামে আরও একজন। তিনি মিঠামইনের ঘাগড়া দায়হাটি গ্রামের রেজু মিয়ার ছেলে। মিঠামইন ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ইশরাক নাঈম মুন্না (২৪) নামে এক কলেজ ছাত্র মারা গেছেন। তিনি উপজেলা সদরের স্টেডিয়াম পাড়ার আব্দুল মোমিনের ছেলে ও দামুড়হুদা আব্দুল ওয়াদুদ শাহ ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র ছিলেন। গতকাল সোমবার বেলা ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতের পিতা আব্দুল মোমিন জানান, সোমবার বেলা ৩টার দিকে মোটরসাইকেলযোগে বাড়িতে যাওয়ার সময় দামুড়হুদা কার্পাসডাঙ্গা সড়কের দামুড়হুদা পূর্বাশা কাউন্টারের সামনে একটি পাখি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে সড়কের উপর আছড়ে পড়ে মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন। রাজশাহী নেওয়ার পথে ঈশ্বরদী নামক স্থানে পৌঁছালে মুন্না মারা যায়।
((ঢাকাটাইমস/২২জানুয়ারি/পিএস/এআর)

মন্তব্য করুন