তিতাসে ৫টি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৪, ১৯:১৬
অ- অ+

কুমিল্লার তিতাসে বাতাকান্দি বাজারের ৫টি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় মুখোশধারী ২৫-৩০ জনের একটি ডাকাতদল।

মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে বাজারের সরকার জুয়েলার্স, রশিদ স্বর্ণ শিল্পালয়, ইব্রাহিম স্বর্ণ শিল্পালয়, বশির উল্লাহ স্বর্ণ শিল্পালয় ও আনিসা স্বর্ণ শিল্পালয়ে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সকালে পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার কমিটির লোকজন ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেছেন।

পরে বেলা ১২ টার দিকে স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর দোকানগুলো পরিদর্শন করেন এবং দ্রুত সময় ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার নির্দেশ দেন প্রশাসনকে ।

এ ঘটনায় সরকার জুয়েলার্স থেকে সাড়ে চার ভরি স্বর্ণ, সাড়ে পাঁচ ভরি রূপা ও নগদ ২ লাখ ২৭ হাজার টাকা, রশিদ স্বর্ণ শিল্পালয় থেকে ১২ ভরি স্বর্ণ, ২শ’ ভরি রূপা ও নগদ ৪০হাজার টাকা, ইব্রাহিম স্বর্ণ শিল্পালয় থেকে ৬০ ভরি রূপা ও কাস্টমারের এক ভরি স্বর্ণ, বশির উল্লাহ স্বর্ণ শিল্পালয় ও আনিসা জুয়েলার্সেও সাটার ভেঙে স্বর্ণ, রূপা ও নগদ টাকা নিয়ে যায় বলে জানিয়েছেন দোকান মালিকেরা।

এ বিষয়ে তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাস জানান, ডাকাতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা