মেহেন্দিগঞ্জে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

দেশে চলছে কনকনে শীত। ঠান্ডা বাতাসের দাপটে শীত জেঁকে বসেছে। শীতের তীব্রতা আর ঘন কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করছে স্বল্প আয়ের মানুষের জীবনে।
তাই মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে উষ্ণতার পরশ বুলিয়ে দিতে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন বরিশাল-৪ আসনের সাংসদ পংকজ নাথ এমপি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন দাদপুর তৈহমুহনী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. রুহুল আমিন পলাশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সদর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমেদ, মেহেন্দিগঞ্জ ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মুজাহিদ ইসলাম, সভাপতি সালাউদ্দিন বেপারী, সাবেক আওয়ামী লীগ দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার সহ প্রমুখ।
এ সময় পংকজ নাথ বলেন, শীতের তীব্রতায় দুস্থ, অসহায় মানুষগুলো তাদের স্বাভাবিক কাজকর্ম করতে ব্যাহত হচ্ছে। এসব অসহায় মানুষের কষ্ট লাঘব করতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে আমাদের এই শীতবস্ত্র বিতরণ।
প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশের মানুষ আজ শান্তিতে আছে।
পংকজ নাথ আরও বলেন, কিছু দলীয় পদধারী সেনাপতিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল সুযোগ সুবিধা ভোগ করেও দলের সাথে বেইমানি করেন।
শেখ হাসিনা দেশ এবং দেশের মানুষের জন্য ভাবেন। আমরা শেখ হাসিনার কর্মী হিসেবে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করি।
(ঢাকা টাইমস/২৩জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন