জামালপুরে ভ্রাম্যমাণ আদালতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৪, ২০:১৯
অ- অ+

জামালপুরের মেলান্দহে ৫ মাদকসেবীকে ১৫ দিন করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ৫০০ টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে তাদের।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমানের ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুরের সহায়তায় মেলান্দহ পৌর শ্মশান ঘাট এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের হাতেনাতে আটক করা হয়।

দণ্ডাদেশপ্রাপ্ত ৫ মাদকসেবী হলেন- কৃষ্ণচন্দ্র ঘোষ (৩০), শ্রী গনেশ চন্দ্র বিশ্বাস (৫২), পরেশ চন্দ্র দাস (৪৬), সুধাংশু বাবু (৩২) ও মো. বিশু মিয়া (৫১)।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান জানান, আটক মাদকসেবীদের প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ৫০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা