কুষ্টিয়ায় ওজনে অনিয়ম করায় দুই রাইস মিলকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৪, ২০:৩১
অ- অ+

দেশের বৃহত্তম সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজা নগরের বেশ কয়েকটি চালকলে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ওজনে জালিয়াতি ও অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুটি অটো রাইস মিলের মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দেশ অ্যাগ্রোর মালিক আবদুল খালেককে ২৫ হাজার ও গোল্ডেন রাইচ মিল মালিক আনিসুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এহেতেশাম রেজার নেতৃত্বে বেশ কয়েকটি চালকলে এ অভিযান পরিচালিত হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল।

জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন, রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে চালকল মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় কিছু দিকনির্দেশনা দিয়েছি। দিকনির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে কি না তা সরেজমিনে যাচাই করতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় দুটি কলে প্যাকেটজাত করার ক্ষেত্রে ওজনে কম পাওয়া গেছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল বলেন, প্যাকেজিংয়ে অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দেশ অ্যাগ্রোর মালিককে ২৫ হাজার ও গোল্ডেন রাইচ মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হায়াত মাহমুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ বাবুল হোসেন, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা প্রমুখ।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা