জামালপুরে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা উদ্বোধন

জামালপুরে পুলিশ সুপার কাপ-২০২৪ ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ এ ব্যাডমিন্টন খেলার আয়োজন করে।
ব্যাডমিন্টন খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।
নির্বাচন পরবর্তী পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কর্মক্ষেত্রে উৎসাহ প্রদানের জন্য জেলা পুলিশ বিভিন্ন সময়ে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে জেলা পুলিশ।
এ সময় পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী সানজিদা হক মৌ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহরাব হোসেন, স্বজল কুমার সরকার অতিরিক্ত পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) জামালপুরসহ জেলা পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ খেলায় অংশগ্রহণকারী পুলিশ সদস্য ও অন্যান্য সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/ ইএইচ)
মন্তব্য করুন