কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংকিংয়ের উদ্যােক্তা উধাও, সেলস্ ম্যানেজারের আত্মহত্যা

নরসিংদী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৪, ২৩:২৬
অ- অ+
সেলস্ ম্যানেজার আব্দুল কাইয়ুম (৫০)।

নরসিংদীর রায়পুরায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখা তালাবদ্ধ করে গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে উদ্যোক্তা শহিদুল ইসলাম লিটন উধাও হয়েছেন। এ ঘটনায় ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের সেলস ম্যানেজার আব্দুল কাইয়ুম (৪৫) বিষপানে আত্মহত্যা করেছেন দাবি করেছে তার পরিবার।

সোমবার রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কাইয়ুম উপজেলার মুছাপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মতিউরনগর এলাকার বাসিন্দা এবং এজেন্ট ব্যাংকের রায়পুরা উপজেলার সেলস্ ম্যানেজারের দায়িত্বে ছিলেন।

নিহতের মেয়ে কানিজ হালিমা কনক বলেন, গ্রাহকদের আমানতের অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হন উপজেলা আলগী বাজারের ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের উদ্যোক্তা শহীদুল ইসলাম লিটন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শত শত গ্রাহক তাদের টাকা ফেরত পেতে এজেন্ট ব্যাংকের আউটলেটের সামনে ভিড় জমায়। এদিকে ব্যাংকটির আরএম রেদোয়ান তৌহিদুল ইসলাম ওই ঘটনার যাবতীয় দায় চাপিয়ে দেন আমার বাবা সেলস ম্যানেজার আব্দুল কাইয়ুমের ওপর এবং গ্রাহকদের সমুদয় অর্থ ফেরত দিতে বলেন। এতে আমার বাবা মানসিকভাবে ভেঙে পড়েন।

একপর্যায়ে চাপ সইতে না পেরে গত শনিবার বিষপান করেন তিনি। পরে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে গতরাতে মারা যান তিনি।

এদিকে আব্দুল কাইয়ুমের মৃত্যুর ঘটনায় এজেন্ট ব্যাংকটির আরএম রেদোয়ান তৌহিদুল ইসলামের বিচার দাবি করেন নিহতের পরিবার ও স্বজনরা।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত কর্মকর্তা (আরএম) রেদোয়ান তৌহিদুল ইসলামের মুঠোফোনে একাধিকার কল দিয়েও তা বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ডাচ-বাংলা ব্যাংকের নরসিংদীর ম্যানেজার মো. আনিসুর রহমানের সঙ্গে কথা হলে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যান এবং ব্যাংকটির হেড অফিসে যোগাযোগ করার পরামর্শ দেন।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুব রহমান জানান, ব্যাংক কর্মকর্তার আত্মহত্যার ঘটনায় আজ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত থানায় মামলা করতে নিহতের স্বজনদের কেউ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা