নীলফামারীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৪, ১৬:৪৬
অ- অ+

নীলফামারীর সৈয়দপুরে শরীফা বেগম (২৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সকালে উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া চৌধুরীপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী জানায়, পাশের মধুরামপুর গ্রামের নূরুজ্জামানের ছেলে সিরাজু জামানের সাথে কয়েক বছর আগে বিয়ে হয় শরীফা বেগমের। গত কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া চলে আসছিলো।

এ ঘটনার জেরে মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার গলায় শাড়ি পেঁচিয়ে ঘরের চালার বাঁশের সাথে ফাঁস দেন শরীফা বেগম। এসময় পরিবারের লোকজন শরীফাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাসেল পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত করতে নীলফামারী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।

(ঢাকা টাইমস/২৪জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা