নাটোরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৪, ১৭:১০
অ- অ+

নাটোরের বাগাতিপাড়ার গৃহবধূকে অপহরণ ও ধর্ষণ মামলায় দুলাল দাস নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এই মামলায় নিজাম উদ্দিন নামে অপর এক ব্যক্তিকে খালাস দেওয়া হয়েছে। বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত দুলাল দাস উপজেলার চিমনাপুর গ্রামের অজিত দাসের ছেলে।

স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান ও মামলার এজাহার সূত্রে জানান, ২০১০ সালের ২৩ জুলাই সন্ধ্যা ৭ টার দিকে ছোট ভাইকে ডাকতে বাড়ি থেকে বের হন ওই গৃহবধূ। এসময় একই এলাকার দুলাল দাস ও নিজাম উদ্দিন নামে দুই ব্যক্তি মুখে কাপড় গুঁজে দিয়ে তাকে তুলে নিয়ে যায় পাশের একটি আখ খেতে। সেখানে তারা ওই গৃহবধূকে ধর্ষণ করে। এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুলাল ও নিজাম পালিয়ে যায়। পরে ২৫ জুলাই ভিকটিম গৃহবধূ নিজে বাদী হয়ে দুলাল দাস ও নিজামকে অভিযুক্ত করে বাগাতিপাড়ায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ দুলাল ও নিজামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। দীর্ঘ প্রায় ১৪ বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক বুধবার অভিযুক্তদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

(ঢাকা টাইমস/২৪জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা