৫ শতাধিক মুরগিসহ পিকআপ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪

ফরিদপুরের নগরকান্দায় মহাসড়কে ৫০৪টি মুরগিসহ পিকআপ গাড়ি ডাকাতির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, লুট হওয়া মুরগি বিক্রির ২৬ হাজার ৫০০ টাকা ও একটি অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন।
গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা হলেন- ভাঙ্গা উপজেলার মুন্সীবাড়ী কুমারপাড় এলাকার মিকাত আলী খন্দকারের ছেলে দেলোয়ার হোসেন দেলো (৩৩), কিশোরগঞ্জের কটিয়াদির পুলেরঘাট এলাকার শুকুর আলীর ছেলে মো. মহসিন (২২), মাদারীপুরের রাজৈরের শংকরদী এলাকার হাবিবুর রহমান মাতুব্বরের ছেলে সুজন মাতুব্বর (২৪) ও গাইবান্ধার পলাশবাড়ীর কুমিতপুর এলাকার মো. লাল মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (২১)।
বুধবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম।
পুলিশ সুপার জানান, গত ১৪ জানুয়ারি রাত ১টার দিকে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকনগর এলাকায় ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে মুরগিসহ পিকআপ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা চালক ও মুরগি ব্যবসায়ীকে মারধর করে ৫০৪টি মুরগিসহ একটি পিকআপ, নগদ ৯ হাজার ২০০ টাকা এবং একটি মোবাইল ফোন লুটে নেয়। যার মূল্য অন্তত ২১ লাখ টাকা। ঘটনার পর ১৫ জানুয়ারি নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়।মামলার পর অভিযানে নামে পুলিশ। একপর্যায় গত ২২ জানুয়ারি গাজীপুর টঙ্গীপূর্ব থানার মিরাশপাড়া এলাকা থেকে ডাকাতির ঘটনায় জড়িত মো. মহসিনকে প্রথমে গ্রেপ্তার করা হয়। মহসীন জানান, মোট ছয় জন ডাকাত দলের সদস্য এ ঘটনা ঘটায়।
এসপি মোর্শেদ আলম আরও জানান, মহসিনের দেওয়ার তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত ৯টা পর্যন্ত বিভিন্নস্থানে অভিযান চালিয়ে অন্য ৩ জনকে গ্রেপ্তার করে নগরকান্দা থানায় আনা হয়। ডাকাতির কাজে জড়িত আরও অন্য আসামিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মুরগির পিকআপ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইমদাদ হুসাইন (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. মিজানুর রহমান, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান, ট্র্যাফিক পরিদর্শক (প্রশাসন) তুহিন লস্কর, ডিবির ওসি শেখ মো. নাসির উদ্দীন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি রাত ১টার দিকে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকনগর এলাকায় মহাসড়কে মুরগী বহনকারী একটি পিকআপ ঠেকিয়ে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পরদিন ১৫ জানুয়ারি নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়।
(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এআর)

মন্তব্য করুন