শীতে কাবু হচ্ছে শিশুরা, হাসপাতালে দ্বিগুণ চাপ

শেরপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৪, ০৯:০২
অ- অ+

শেরপুরে সূর্যের দেখা নেই এক সপ্তাহ ধরে। এর সঙ্গে যোগ হয়েছে হিমেল হওয়া। ফলে শীতের প্রভাবে জবুথবু সাধারণ মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, বৃদ্ধ ও শিশুরা কাবু হয়ে পড়েছে শীতের দাপটে।

এদিকে গত ৭ দিনে শেরপুর জেলা সদর হাসপাতালে বিভিন্ন রোগ নিয়ে ভর্তি হচ্ছে অনেকেই। এসব রোগীর মধ্যে ঠান্ডা জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত সবচেয়ে বেশি শিশু। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসা সেবায় কোনো সমস্যা না হলেও রোগীর শয্যা সমস্যা এবং হাসপাতালের পরিবেশের নানা সমস্যা কথা জানায় শিশুরোগীদের অভিভাবকরা। এমনিতেই ঠান্ডা তার ওপর হাসপাতালে শিশু ওয়ার্ডের শয্যা না থাকায় মেঝেতে রোগীরা অবস্থান করায় শিশু ও অভিভাবকদের অনেক সমস্যায় ভুগতে হচ্ছে।

জেলা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে শিশু ওয়ার্ডের শয্যা সংখ্যা ৪৫টি থাকলেও বর্তমানে শীত জনিত কারণে নানা রোগে আক্রান্ত হয়ে প্রায় শতাধিক শিশু রোগী ভর্তি রয়েছে। তবে চিকিৎসা সেবা দিতে ডাক্তার সংকট থাকলেও তা কভার করা যাচ্ছে।

শিশু রোগীদের বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জসিম উদ্দিন বলেন, ঠান্ডাজনিত কারণে শিশু রোগীদের জন্য হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে হাসপাতালে দ্বিগুণ রোগী থাকলেও চিকিৎসা সেবায় তাদের কোনো সমস্যা হচ্ছে না। তবে ঠান্ডা একটু কমে আসলে রোগীর সংখ্যাও কমে যাবে। তখন স্বাভাবিক পরিস্থিতি তৈরি হবে।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এআর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা