কচুয়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নে চালক সাব্বির হোসেনকে(১৮) হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার বিকালে কচুয়া থানা পুলিশ ওই ইউনিয়নের উত্তর সেংগুয়া গ্রামে সড়কের পাশ থেকে সাব্বিরের মরদেহ উদ্ধার করেছে।
নিহত সাব্বির পালখাল ইউনিয়নের ভূঁইয়ারা গ্রামের কারী সাহেবের বাড়ির মানিক মিয়ার ছেলে।
নিহতের নানি সাজেদা বেগম জানান, বুধবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় সাব্বির। রাতে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে বৃহস্পতিবার সকালে কচুয়া থানা নিখোঁজ ডায়েরি (জিডি) করা হয়। দুপুরে উপজেলা উত্তর সেঙ্গুয়া সড়কের পাশে খালের কচুরিপানার পাশে হাত পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) অসিম জানান, ওই অটোরিকশা চালক বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিখোঁজ হওয়ার পর আজ সকালে তার মা জাহানারা বেগম থানায় জিডি করেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিকালে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর ও কচুয়া থানা পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক আতিকুর রহমান জানান, অটোরিকশা ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আশা করি খুব সহসাই আসামিদের গ্রেপ্তার করা যাবে। মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন