মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান: শ. ম রেজাউল করিম

মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান বলে মন্তব্য করছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এবং সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
বৃহস্পতিবার পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবক্কর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে শ ম রেজাউল করিম বলেন,
‘মুক্তিযোদ্ধারা হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযুদ্ধ না হলে আমরা স্বাধীনতা পেতাম না। স্বাধীনতার জন্য আজ আমরা জনপ্রতিনিধি হতে পেরেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য অনেক অনুদান ও প্রকল্পের কাজ করে যাচ্ছেন। আমরা মুক্তিযোদ্ধাদের সঙ্গে ছিলাম এবং আছি।’
সভায় অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল লতিফ হাওলাদার, মাহবুব আলম, বীর মুক্তিযোদ্ধা স্বপন ডাকুয়া, মোশারেফ হোসেন, আবু হানিফ খান বাঙালি প্রমুখ উপস্থিত ছিলেন ।
পরে উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সহ আইন-শৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন তিনি। সভা শেষে শীতবস্ত্র বিতরণ করেন এবং উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন