চাঁদপুরে শিক্ষার্থীদের বাইসাইকেল এবং জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
চাঁদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং জেলা প্রশাসন ও সদর উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান হিসেবে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ বিতরণ করেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।
অনুষ্ঠানে সদর উপজেলার ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ১৫০টি বাইসাইকেল এবং জেলেদের মাঝে ১৫টি বকনা বাছুর বিতরণ করেন তিনি।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী বলেন, আমি জেলে ভাইদের প্রতি আহ্বান জানিয়ে বলবো, আপনারা কোনোভাবেই অভয়াশ্রম চলাকালীন সময় নদীতে নামবেন না।
তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন অজুহাতে জেলে ভাইদের হয়রানি করেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত ও সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/প্রতিনিধি/পিএস)