বনানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত, পুলিশ বলছে ভবঘুরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৪, ১৪:৩৩| আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১৪:৩৯
অ- অ+

রাজধানীর বনানীর স্টাফ রোডের পাশের রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ওই যুবকের নাম-ঠিকানা জানা যায়নি। নিহতের বয়স আনুমানিক ২৫ বছর।

রবিবার দুপুরে বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানুমং মারমা ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সকাল সাড়ে ছয়টার দিকে স্টাফ রোড এলাকার রেললাইনে কমলাপুর থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস নামে একটি ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মারা যান ওই যুবক।’

নিহতের পরিচয় সম্পর্কে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘যুবকের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে, ওই যুবক ভবঘুরে ছিলেন।’

এএসআই সানুমং মারমা আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মে দিবসেও পেটের দায়ে কাজ করছেন ভৈরবের কয়লার শ্রমিকরা 
উত্তেজনা এড়াতে ভারত-পাকিস্তানকে যোগাযোগ শুরু করার আহ্বান যুক্তরাষ্ট্রের
ধান শুকানোকে কেন্দ্র করে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা
‘ইশরাকের মেয়র পদে মামলার রায় নিয়ে এনসিপির উদ্বেগ উদ্দেশ্যপ্রণোদিত’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা