পুলিশ সুপার মোফাজ্জেল হোসেনের মৃত্যুতে ডিএমপি কমিশনারের শোক

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৪, ১৮:২৮
অ- অ+

নৌ পুলিশের কিশোরগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. মোফাজ্জেল হোসেনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। রবিবার বিকালে এক শোকবার্তায় ডিএমপি কমিশনার মরহুমের আত্মার প্রতি মাগফেরাত কামনা করেন। একইসঙ্গে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন। মৃত্যুকালে তিনি শতবর্ষী মা, স্ত্রী, তিন কন্যাসহ বহু আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার মরহুমের নামাজে জানাজা রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়। এতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, পুলিশের বিশেষ শাখার প্রধান (এসবি) মনিরুল ইসলাম, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শোকবার্তায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান পুলিশ সুপার মো. মোফাজ্জেল হোসেনের মৃত্যুতে গভীর শোক দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, মরহুম মোফাজ্জেল হোসেন একজন পেশাদার, কর্তব্যনিষ্ঠ, দায়িত্বশীল সাহসী পুলিশ কর্মকর্তা ছিলেন। কর্মজীবনে অত্যন্ত সুনাম দক্ষতার সঙ্গে পুলিশের বিভিন্ন ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এসময় হাবিবুর রহমান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ, বর্তমান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন একই ব্যাচের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া শহরের অদূরে বাড়াদী এলাকায়। তিনি ১৯৯৮ সালে ১৭তম বিসিএস পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন। পুলিশ সুপার হিসেবে নওগাঁ, মেহেরপুর গাইবান্ধায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পুলিশের এই কর্মকর্তাকে নিজ এলাকায় দাফন করা হবে।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এসএস/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মে দিবসেও পেটের দায়ে কাজ করছেন ভৈরবের কয়লার শ্রমিকরা 
উত্তেজনা এড়াতে ভারত-পাকিস্তানকে যোগাযোগ শুরু করার আহ্বান যুক্তরাষ্ট্রের
ধান শুকানোকে কেন্দ্র করে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা
‘ইশরাকের মেয়র পদে মামলার রায় নিয়ে এনসিপির উদ্বেগ উদ্দেশ্যপ্রণোদিত’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা