রাজধানীতে সাংবাদিক চয়ন রহমানের একক স্থিরচিত্র প্রদর্শনী

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৪, ২৩:৪৬
অ- অ+

রাজধানীতে আয়োজন করা হয়েছে অনুসন্ধানী টেলিভিশন সাংবাদিক চয়ন রহমানের একক প্রদশর্নীচয়ন ইনভেস্টিগেশন শোকেস গুলশান গ্যালারিতে শুরু হয়েছে এই প্রদর্শনী। সোমবার (২৯ জানুয়ারি) বিশেষ এই প্রদর্শনী শুরু হয়েছে।

প্রদর্শনীতে সাংবাদিক চয়ন রহমানের র্মজীবনের ২২টি উল্লেখযোগ্য অনুসন্ধানী সংবাদের স্থিরচিত্র স্থান পেয়েছে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, একটি ফটোগ্রাফ অনেক বার্তা বহন করে। বলা হয়ে থাকে, সংবাদের একটি ছবি ১০০ বাক্য বলে দেয়। আর তা যদি হয় অনুসন্ধানী প্রতিবেদনের ফটোগ্রাফ, তাহলে দর্শকের আগ্রহ আরও কয়েকগুণ বেড়ে যায়। অনুসন্ধানী প্রতিবেদনে অনেক অসঙ্গতি তুলে ধরা হয়। এসব ফটোগ্রাফ প্রদর্শনীর মাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদনগুলোর বার্তা সমাজে ছড়িয়ে দেয়া যাবে। পাশাপাশি নতুন প্রজন্মকেও অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে আগ্রহী করা যাবে। এসব ভাবনা থেকে এই বিশেষচয়ন ইনভেস্টিগেশন শোকেসএর আয়োজন করা হয়েছে।

অনুসন্ধানী সাংবাদিকতায় চয়ন রহমানের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। তার দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারের উল্লেখযোগ্য সংবাদগুলো হলো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চরমপন্থী, সুন্দরবনের জলদসু্য, নকল ওষুধ, সীমান্তে অপরাধ, ট্রেনের তেলচুরি, সাগরপথে মানবপাচার।

চয়ন রহমান বলেন, অনেক বাধা-বিপত্তি পার হয়ে, শতাধিক সংবাদের অনুসন্ধান করেছি। এসব সংবাদ আমার ক্যারিয়ারে দিয়েছে একাধিক জাতীয় র্ন্তজাতিক পুরস্কার। অসীম ধৈর্য্য আর সাহস নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতায় নবীন সাংবাদিকদের আরও মনোযোগি হবার আহ্বান জানান তিনি।

চয়ন রহমান তার দুই দশকের সাংবাদিকতার ক্যারিয়ারে এক যুগ কাজ করেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে। বাকি সময় কাজ করেছেন জিটিভি এবং চ্যানেল নাইনে। -বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা