শখ মেটাতে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরলেন প্রবাসী দুই ভাই

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১২:০৬ | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৪, ০৮:০৮

পরিবারের ইচ্ছে পূরণে এবং নিজেদের শখ মেটাতে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরেছেন ফ্রান্স প্রবাসী কুমিল্লার তিতাস উপজেলার দুই ভাই।

সোমবার বেলা ১২টায় ফ্রান্স থেকে বিমানে করে হযরত শাহজালাল বিমানবন্দরে নামলেন বিল্লাল হোসেন ও ফারুক আহমেদ।

এবার তাদের বাড়ি ফেরার গল্পটি সিনেমার মতোই। শত শত উৎসুক মানুষ ভিড় জমায় হেলিকপ্টার ও তাদেরকে দেখার জন্য। গ্রামের চারপাশে ফসলি মাঠ। সবুজ সমারোহের মাঝখানে তৈরি হেলিপ্যাড। দল বেঁধে ফসলি জমির আইল দিয়ে, সড়ক দিয়ে নারী-পুরুষ দাঁড়িয়ে ছিলেন হেলিপ্যাডের পাশে বাড়ির আঙিনায়।

এমন দৃশ্য কুমিল্লার তিতাস উপজেলার দ্বিতীয় সাতানী গ্রামে। দুই ভাই এই গ্রামের ফ্রান্স প্রবাসী। আকাশে ভেসে বেড়ায় হেলিকপ্টারের শব্দ। উৎসুক নারী-পুরুষ ও শিশুরা তাকিয়ে ছিল আকাশের দিকে। দুপুর ২টার দিকে হেলিকপ্টারে চড়ে উপজেলার দ্বিতীয় সাতানী গ্রামের ফসলি জমির হেলিপ্যাডে মাঠে নামেন তারা। এসময় প্রবাসী দুই ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিবারের সদস্য ও গ্রামবাসী। বিল্লাল হোসেন ও ফারুক আহমেদ ওই গ্রামের মো. জায়েদ মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, প্রায় ১৩ বছর আগে বিল্লাল ও ফারুক পরিবারে সচ্ছলতা ফেরাতে ফ্রান্সে পাড়ি জমান। এর আগে কয়েকবার বাড়িতেও এসেছেন তারা। কিন্তু পরিবারের ইচ্ছা ও নিজেদের শখ ছিল একদিন হেলিকপ্টারে চড়ে গ্রামে ফিরবেন। সেই শখ মেটাতে এবং পরিবারের ইচ্ছে পূরণে এবার তারা এলেন হেলিকপ্টারে চড়ে।

এ সময় তাদের দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেন। দুই ভাইকে দেখতে আসা মো. দেলোয়ার হোসেন মোল্লা বলেন, তারা খুব ভালো মানুষ। গ্রামের কারও বিপদ আপদে তাদের শরণাপন্ন হলে সাধ্যমতো সহযোগিতা করতে চেষ্টা করেন।

এ সময় প্রবাসী বিল্লাল হোসেন বলেন, আমরা দীর্ঘদিন ফ্রান্সে আছি। আমাদের বাবা-মায়ের ইচ্ছে পূরণে ও নিজেদের শখ মেটাতে এবং গ্রামের মানুষ ও আমাদের শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে দিতে আমরা ব্যতিক্রমভাবে বাড়ি ফিরি। নিজেদের শখ পূরণের পাশাপাশি আমরা সাধ্য মোতাবেক ধর্মীয় প্রতিষ্ঠান ও এলাকার মানুষের পাশে থাকি। সার্বিক সহযোগিতা করি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও করবো।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :